ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

মহাসড়কে চাঁদাবাজি, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুন ২২, ২০২৪
মহাসড়কে চাঁদাবাজি, আটক ১

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে চাঁদাবাজি করার সময় এক চাঁদাবাজকে আটক করেছে শিমরাইল হাইওয়ে থানা পুলিশ।  

আটক চাঁদাবাজ হলেন-রিপন (৪৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন জোনারচর এলাকার বাসিন্দা।

অভিযানে তার কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ২০ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।  

শনিবার (২২ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।  

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (এইচআর অ্যান্ড মিডিয়া) মো. শামসুল আলম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে শিমরাইল হাইওয়ে থানা পুলিশ এই চাঁদাবাজকে আটক করেন।  

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।