ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ছুরিকাঘাতে যুবক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
ফেনীতে ছুরিকাঘাতে যুবক নিহত 

ফেনী: ফেনীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ বিরোধের জেরে বন্ধুদের হাতে এ হত্যাকাণ্ড ঘটে।

শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট বাজার সংলগ্ন আল আমিন একাডেমি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।  

নিহত মো. সুমন (২৩) পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি কাজীরবাগ ইউনিয়নের অশ্বদীয়া গ্রামের মো. বশীর আহাম্মদের ছেলে। সুমন পরিবারের সঙ্গে স্থানীয় রিপনের কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় কাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মেদ সোহাগ বলেন, ছেলেটি রাজমিস্ত্রির কাজ করতো। ঘটনা শুনে আমরা হাসপাতালে এসেছি।  

ফেনী জেনারেল হাসপাতালে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন, রাতে হাসপাতালে এক যুবককে ছুরিকাঘাত অবস্থা নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে তাকে আমরা মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এমএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।