ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মাইক্রোবাসের ধাক্কায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
নওগাঁয় মাইক্রোবাসের ধাক্কায় বাইকার নিহত

নওগাঁ: জেলার নিয়ামতপুরে মোটরসাইকেলে মাইক্রোবাসের মুখোমুখি ধাক্কায় নয়ন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ধর্মপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করেন বলে জানা গেছে।

নিয়ামতপুর থানার ওসি তদন্ত কওসার আলম বাংলানিউজকে জানান, নিহত নয়ন ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। আজ সকালে ছাতড়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।