ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে পান বরজে দুর্বৃত্তদের হানা, ক্ষতি ২ লাখ টাকা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
গৌরনদীতে পান বরজে দুর্বৃত্তদের হানা, ক্ষতি ২ লাখ টাকা 

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের পান চাষির পান বরজে হানা দিয়ে ফের পানের লতা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

এতে বরজ মালিকের কমপক্ষে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন।

শুক্রবার (২৮ জুন) সকালে পানচাষি মানিক ভদ্র জানান, চাঁদশী বাজারের উত্তর পার্শ্বে ১৫ শতক জমি লিজ নিয়ে ৮৯ খানা পানের বরজ নির্মাণ করে পান চাষ আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পান বরজে প্রবেশ করে সমস্ত লতা কেটে দিয়েছে। একমাত্র আয়ের উৎস হারিয়ে ক্ষতিগ্রস্ত পান চাষি চরম বিপাকে পড়েছেন।  

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৪ জুন চাঁদশী বাজারের উত্তর পার্শ্বে ৩০ শতক জমির ১১০ খানা পানের বরজের সমস্ত লতা কেটে দিয়েছিলো দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।