ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণের ব্যাগ ছিনতাই

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণের ব্যাগ ছিনতাই

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বাড়ি ফেরার পথে মনিন্দ্র পাল (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে তার সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

বুধবার (০৩ জুলাই) সকাল ১১টায় ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হামজা।

এর আগে মঙ্গলবার (০২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় নয়ারহাট গণবিদ্যালয় স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত মনিন্দ্র পাল সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামের সন্তোষ পালের ছেলে। তিনি নয়ারহাট বাজারে পিয়াঙ্কা জুয়েলার্স নামে একটি দোকান নিয়ে স্বর্ণের ব্যবসা করেন।

আহত ব্যক্তির স্ত্রী গৌরী পাল বলেন, আশুলিয়ার নয়ারহাট বাজারে পিয়াঙ্কা জুয়েলার্সের মালিক তার স্বামী। তিনি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় দোকান থেকে একটু সামনে এলে কয়েকজন ছিনতাইকারী তার পথ রোধ করে দাঁড়ান। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।

এরপরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার জ্ঞান না ফেরায় কী পরিমাণ স্বর্ণ ছিনতাই হয়েছে সেটি জানা যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর হামজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রক্তাক্ত অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার ব্যাগে কি পরিমাণ স্বর্ণ ছিল তা এখনও জানা যায়নি। একই সঙ্গে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে এক নারীসহ কয়েকজন ঘটনার সঙ্গে জড়িত আছে তা দেখা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।