ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

আইএসপিআরের নতুন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
আইএসপিআরের নতুন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি ছবি: সংগৃহীত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।  

গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল সামি বর্তমান আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৩ জুন বর্তমান আইএসপিআর পরিচালক আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সংস্থাটির পরিচালক হন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।