ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

জাতীয়

রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর কাটাসুর দুই নম্বর গলির মাথায় কামালকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কামাল মোহাম্মদপুর এলাকার ৩৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ছিলেন বলে তার রাজনৈতিক সহকর্মী ফারুক খান অভি নামে এক ব্যক্তি দাবি করেন। এদিকে পুলিশ বলছে, নিহত কামাল ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা ছিলেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, কাটাসুর এলাকায় কামাল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহত কামাল ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা ছিলেন বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি দীপক।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।