ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট নগরে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
সিলেট নগরে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

সিলেট: জেলায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন মারুফ আহমদ সিফাত (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী যুবক।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত নগরের কাজিটুলা উঁচাসড়ক এলাকার মৃত আজগর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌহাট্টা এলাকায় একটি প্রাইভেটকার মারুফ আহমদ সিফাতকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেটকারটি আটক করে ভাঙচুর করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন বলেন, দুর্ঘটনার পরপরই প্রাইভেটকার চালক পালিয়েছেন। তবে কারটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, নিহত সিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহত সিফাতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।