ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত: জি এম কাদের

সিনিয়ির করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত: জি এম কাদের ফাইল ছবি

ঢাকা: আন্দোলনে বিজয়ী ছাত্র সমাজকে বীরোচিত অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (০৫ আগস্ট) এক অভিনন্দন বার্তায়, শহীদ ছাত্রনেতাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

সেই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান জি এম কাদের। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আন্দোলনে গ্রেপ্তার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে। দেশবাসীকে ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এসএমএকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।