ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন রেজাউল

সাতক্ষীরা: সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন রেজাউল পাইক নামে এক জেলে।

শনিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি।

রেজাউল শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে। তিনি শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে।

বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বিষয়টি নিশ্চিত করেছেন।  

পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন। পরে ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় কাঠ সংগ্রহকালে একটি বাঘ তার ওপর হামলা করে। এসময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি। একপর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।