ফরিদপুর: ফরিদপুর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ক্যালিগ্রাফি ও দেয়াল লিখন কার্যক্রম করছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছার কাজ করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বীরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাবো।
শিক্ষার্থীরা আরও জানান, দেয়ালকে বর্ণমালা আর ছবিতে উপস্থাপন করার চেষ্টা করছেন তারা। তারুণ্যের শক্তিতে বাংলাদেশ জেগে উঠেছে। প্রাণের টানে তারা এসেছেন, কাজ করছেন। অন্যায় প্রতিরোধ ও দেশ গড়ার কাজে তারা কখনো পিছিয়ে থাকবেন না।
দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা। রং দিয়ে ব্রাশের মাধ্যমে সব সড়ক রঙিন করে তুলছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
আরএ