ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদলির পর মনিরুল ও হাবিবুরকে পুলিশের চাকরি থেকে অবসর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
বদলির পর মনিরুল ও হাবিবুরকে পুলিশের চাকরি থেকে অবসর মনিরুল ইসলাম ও হাবিবুর রহমান

ঢাকা: পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের পদ থেকে মনিরুল ইসলামকে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে হাবিবুর রহমানকে বদলির পর এবার দুজনকেই চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তারা দুইজনই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) আলাদা দুই প্রজ্ঞাপনে তাদের দুইজনকে অবসরে পাঠানোর কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে অবসর দেওয়া হলো।

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রজ্ঞাপনে মনিরুল ইসলামকে এসবি প্রধানের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর বুধবার (৭ আগস্ট) আরেক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনারের পদ থেকে হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার কথা জানানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।