ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
করিমগঞ্জে বজ্রপাতে ২ জেলের মৃত্যু ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগ এলাকায় হাওরে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- একই উপজেলার উত্তর কলাবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উত্তর কলাবাগ এলাকার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যান আলী ও কাঞ্চনসহ সাত সদস্যের একটি জেলে দল। মাছ ধরার এক পর্যায়ে শুক্রবার ভোরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আলী ও কাঞ্চনের মৃত্যু হয়। এ ঘটনায় সেখানে থাকা অন্যরাও আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।