ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা আসামির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
কারাগারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গউছকে কারাগারের অভ্যন্তরে ছুরিকাঘাতের মামলার আসামি ইলিয়াছ মিয়া ওরফে ছোটনকে অন্য আরেকটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।

একইসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের পেশকার বাবলু আহমেদ হত্যা মামলার বরাতে জানান, ইলিয়াছ ২০১১ সালের ১৬ এপ্রিল হবিগঞ্জের বাহুবল উপজেলায় অটোরিকশাচালক আব্দুল্লাহ মিয়াকে ভাড়া নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাত করে হত্যা করেন। খুন হওয়া আব্দুল্লাহ বাহুবলে ইসলামাবাগ গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহত ব্যক্তির ভাই ইলিয়াছের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ইলিয়াছের দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছিলেন। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।

এদিকে, ইলিয়াছ শায়েস্তাগঞ্জ উপজেলায় আলোচিত সুজন হত্যাসহ আরও কয়েকটি মামলার আসামি। ২০১৪ সালে কিছুদিন ভারতে পালিয়ে থাকার পর দেশে ফিরে গ্রেপ্তার হন তিনি।

২০১৫ সালে হবিগঞ্জ জেলা কারাগারের ভেতর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গউছকে ছুরিকাঘাত করে ইলিয়াছ। এ মামলায় গত ২০২৩ সালের ২৩ জুলাই আদালত ইলিয়াছকে দেড় বছর কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।