ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
উজিরপুরে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে নিহত ২

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে দুর্বৃত্তদের হামলায় দুইজন নিহত হয়েছেন।

নিহত দুজন হলেন- উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা এলাকার সোহরাব হাওলাদারের ছেলে ও ফিড ব‌্যবসায়ী ইদ্রিস হাওলাদার (৪০) ও তার চাচাতো ভাই মো. ওসমান গনি সাগর (৩০)।

নিহত ওসমান গনি সাগর একই এলাকার শাহাদত হাওলাদারের ছেলে।

নিহত দুজনের স্বজনরা জানান, শনিবার (২৪ আগস্ট) দিনগত মধ্যরাতে ইদ্রিস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগরের মোটরসাইকেল যোগে নিজ বাড়ি পশ্চিম সাতলা ২ নম্বর ওয়ার্ডে ফিরছিলেন। পথিমধ্যে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ইদ্রিসকে কুপিয়ে ও পায়ের রগ কেটে দেয়। এ সময় সাগর বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

আহতদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ২টায় ইদ্রিসের মৃত্যু হয়। পরে রোববার সকালে সাগরের মৃত্যু হয়।

নিহতদের চাচা সাবেক ইউপি সদস্য মোনাফছের হাওলাদার বলেন, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদারের সঙ্গে মাছের ঘেরে নিয়ে ইদ্রিসের বিরোধ ছিল।

তিনি বলেন, গত ১৭ মার্চ রাতে ইদ্রিসের মালিকানাধীন মাছের ঘের, মুরগির খামার, পানি সেচ পাম্পে অগ্নি সংযোগ এর ঘটনায় ইদ্রিস সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহীন ও তার চাচাতো ভাই আসাদসহ ৪০-৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় শাহীনকে জেল খাটতে হয়। তার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা কর‌ছেন তি‌নি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বাংলানিউজকে জানান, নিহত ইদ্রিসের সঙ্গে একটি মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের কারণে এ জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা ও মামলা প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।