গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া এলাকায় কেমিক্যালের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে কেমিক্যালের ওই গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৮টার দিকে রায়েরদিয়া এলাকায় মো. রনির মালিকানাধীন কেমিক্যালের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো গুদাম ও পাশের একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে পূর্বাচল ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কালীগঞ্জ ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে কেমিক্যাল ভর্তি প্রায় ২৫-৩০টি ড্রাম পুড়ে যায়। এ ছাড়াও ইলেকট্রনিক্সের গুদামে থাকা টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম বলেন, আগুনে কেমিক্যালের গুদাম প্রায় অর্ধেক পুড়ে গেছে। এ ছাড়া ইলেকট্রনিক্সের গুদামের কিছু ইলেক্ট্রনিক্স পণ্য পুড়েছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
আরএস/এমজেএফ