ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের সংর্ঘষে নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের সংর্ঘষে নিহত এক ফাইল ফটো

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমীন (৩০) নামের একজন নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


 
রুহুল আমীন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্করের ছেলে। তিনি একজন এনজিও কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে যশোর থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিলেন রুহুল। পথে কালীগঞ্জ শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

কালীগঞ্জ থানার (ওসি/তদন্ত) মানিক চন্দ্র গাইন এতথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। রুহুল আমীন ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।