ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, আহত ১০

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত হয়েছেন।  

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবলা তলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টেকেরহাট এলাকা থেকে নিলাম পরিবহনের একটি বাস ফরিদপুরে আসছিল। বাসটি বাবলা তলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।  

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। কয়েকজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান বলেন, অল্পের জন্য বাসটি খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।