ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
ভৈরবে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইকবাল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন উভয় পক্ষের ৩০-৪০ জন।

 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত ইকবাল মিয়া ওই গ্রামের ধন মিয়ার ছেলে। তিনি এক পক্ষের সরকারবাড়ির বংশের লোক বলে জানা যায়।  

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে কর্তাবাড়ি বংশ ও সরকার বাড়ির বংশের লোকজনের মধ্যে বহু বছর ধরে বিরোধ চলমান রয়েছে। এতে দুই পক্ষের মধ্যে কর্তাবাড়ির বংশের নেতৃত্বে রয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক এবং সরকার বাড়ির বংশের নেতৃত্বে রয়েছেন বর্তমান সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহ। বিভিন্ন সময়ে ওই দুই বংশের লোকজনের মধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে।  

হতাহতের ঘটনায় উভয় পক্ষের মামলাও চলমান রয়েছে। এসব বিরোধের জেরে শুক্রবার বিকেলে মৌটুপি গ্রামে কর্তাবাড়ি বংশ ও সরকার বাড়ির বংশের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র  লাঠি, বল্লম, টেঁটা সহ ইটপাটকেল ব্যবহার করে। এতে ইকবাল মিয়াসহ (২৯) উভয় পক্ষের ৩০-৪০ জন আহত হন। আহতদের মধ্যে ইকবাল মিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় একজনের মারা যাওয়ার বিষয়টি শুনেছি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।