ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁকা বাড়িতে পড়ে ছিল নারীর গলা কাটা মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
ফাঁকা বাড়িতে পড়ে ছিল নারীর গলা কাটা মরদেহ

রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার রায়পাড়া এলাকার একটি বাড়ি থেকে শ্রী রানী (৫০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশের ধারণা, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

রানী ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী।  

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, নিহত রানীর আপন বলতে কেউ নেই। গত পাঁচ বছর আগে স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর তিনি  বাড়িতে একাই থাকতেন। রোববার রাতের কোনো এক সময় তাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়।

সোমবার সকালে রানীর প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের দরজা খোলা পান এবং মেঝেতে তার গলা কাটা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

তিনি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মহানগরীর শাহ মখদুম থানায় হত্যা মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এসএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।