ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিলবার ও সরঞ্জামাদিসহ দুই পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিলবার ও সরঞ্জামাদিসহ দুই পাচারকারী আটক

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের স্টিলবার ও লোহার সরঞ্জামাদিসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফকিরহাট উপজেলার কাটাখালি গোল চত্বরের পশ্চিমে হাইওয়ে পুলিশ বক্সের সামনে থেকে পাচারকারীদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে চার হাজার বিশ কেজি লোহার সরঞ্জামাদি এক হাজার ৪৫ কেজি এসএস স্টিলবার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৭০ হাজার ২০০ টাকা। এছাড়া চুরির মালামাল বহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক আটক করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৬ খুলনার মিডিয়া অফিসার শাহনাজ জেসমিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটকরা হলেন-খুলনা জেলার দাকোপ উপজেলার চুনপুরি গ্রামের মো. খালিদ হাসান শেখ (২১) এবং মো. রুহুল আমিন মল্লিক (২১)।
র‌্যাব-৬ খুলনার মিডিয়া অফিসার শাহনাজ জেসমিন বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।