নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর এএসপি সনদ বড়ুয়া।
আটকরা হলেন- মো. সাগর হোসেন ওরফে রাজিব (২৯) ও মো. আমির হোসেন (৩০)।
প্রথামিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল কম মূল্যে ক্রয় করে ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন তারা।
আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এমআরপি/জেএইচ