ঢাকা: ঢাকা ওয়াসার সচিবের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী শারমিন হক আমীরকে সচিব পদে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানায়।
অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ধাল্লা-জামিত্রা ওয়েল ফিল্ড নির্মাণ প্রকল্পের (ফেজ-২) প্রকল্প পরিচালক এবং সচিবের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী শারমিন হক আমীরকে সচিব পদে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হলো।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এমএমআই/আরবি