ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয় সংস্কার অব্যাহত থাকা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
রাষ্ট্রীয় সংস্কার অব্যাহত থাকা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে: দুলু

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দেশের নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও জুডিশিয়ালসহ রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ সব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যাদের গত ১৭ বছর দলের দুঃসময়ে কোনো কাজে খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে আজ তারা অতি উৎসাহী বিএনপি হয়ে গেছেন। এদের বিষয়ে কঠোরভাবে খেয়াল রাখতে হবে। এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছেন। বিএনপির নাম দিয়ে কোনো রকমের চাঁদাবাজি দখল দারিত্ব এবং হুমকি-ধামকি যদি কেউ করার চেষ্টা করে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে।

সমাবেশে আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্যাতিত নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

সমাবেশ শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলু কাফুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা খবির উদ্দিন শাহের কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।