ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি: খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিন আজ রোববার (২২ সেপ্টেম্বর)। সকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।

তবে বেলা বাড়ার  সঙ্গে সঙ্গে শহরে কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা যায়।

গত শুক্রবার ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার এক সমাবেশ থেকে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তবে অবরোধের সমর্থনে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সফর করে।  দলের সদস্যরা রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

গত বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুন নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার জের ধরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। দীঘিনালায় পুড়িয়ে দেওয়া হয় শতাধিক দোকানপাট।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এডি/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।