ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগরসহ দুজনকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগরসহ দুজনকে কুপিয়ে হত্যা শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার (৩৩) ও তার সহযোগী স্বপনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সাগর আশেকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন৷

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর তালুকদার বগুড়া শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা এলাকার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার নামে হত্যা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর একজন চিহ্নিত সন্ত্রাসী৷ ২০১০ সাল থেকে মাদক ব্যবসার মাধ্যমে তার উত্থান৷ আস্তে আস্তে তিনি দক্ষিণ বগুড়ায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন৷ তার নামে একাধিক হত্যা মামলাসহ প্রায় হাফ ডজন মামলা রয়েছে৷ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে রোববার সন্ধ্যার পর শাবরুল এলাকায় দুর্বৃত্তরা সাগর ও তার সহযোগী স্বপনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়৷ 

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ বলেন, দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে৷

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।