ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময়  চাঁপাইনবাবগঞ্জের যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় 
চাঁপাইনবাবগঞ্জের যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় জনি পাশা (৩৩) নামে চাঁপাইনবাবগঞ্জের এক যুবক আটক হয়েছেন।  

সোমবার (২২ সেপ্টেম্বর) তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এর আগে রোববার রাতে উপজেলার জয়নগর এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সোনাপুটি গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে জনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। স্থানীয় মো. মামুন মিয়া নামে একজনের সহায়তায় কাজের সন্ধানে তিনি ভারত যাচ্ছিলেন। এসময় আখাউড়া বিওপির টহল দল তাকে আটক করে।  

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।