ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরণ শেখ হিরু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের তালুকদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি পেশায় ঠিকাদার ছিলেন।

নিহত হিরু ওই এলাকার আলিম উদ্দিন শেখের ছেলে।

জানা গেছে, তালুকদারকান্দি এলাকার নির্মাণাধীন ভবনের ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।