ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শান্তিনগরে মিলল সাংবাদিক সীমান্ত খোকনের ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
শান্তিনগরে মিলল সাংবাদিক সীমান্ত খোকনের ঝুলন্ত মরদেহ

ঢাকা: রাজধানী শান্তিনগরের চামেলীবাগের ভবন থেকে তাইজুল ইসলাম ওরফে সীমান্ত খোকন (৫৩) নামে এক সাংবাদিকদের ঝুলন্ত মরদেহ পেয়েছে পুলিশ। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৪ টার দিকে চামেলীবাগ ২৩ শান্তিনগর এলাকার একটি ভবনের ৮তলা থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সীমান্ত খোকনের ঝুলন্ত মরদেহ তার শয়নকক্ষ থেকে উদ্ধার হয়েছে। সুরতহালের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় মামলার বিষয়ে প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পল্টন থানার এক উপপরিদর্শক।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
এমএমআই/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।