ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তান থেকে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তান থেকে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে

ঢাকা: এখন থেকে বুল‌গে‌রিয়ায় বি‌ভিন্ন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে পড়‌তে যাওয়া বাংলা‌দে‌শি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পার‌বেন।

শুক্রবার (৪ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

মন্ত্রণাল‌য়ের বার্তায় বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশি শিক্ষার্থীদের ম‌ধ্যে যারা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ার সু‌যোগ পে‌য়ে‌ছেন, কিন্তু নয়াদিল্লির  বুলগেরিয়ান দূতাবাসে তাদের ভিসার আবেদন জমা দিতে পারেনি, তাদের হ্যানয় (ভিয়েতনাম), ইসলামাবাদ (পাকিস্তান) বা আস্তানা (কাজাখস্তানে) বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা,  অক্টোবর, ৪  ২০২৪
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।