ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবীতে ২৪ লিটার চোলাই মদসহ পাঁচ কারবারি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
পল্লবীতে ২৪ লিটার চোলাই মদসহ পাঁচ কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে ২৪ লিটার চোলাই মদসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম।  

শনিবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মো. মনির হোসেন সোহেল, মো. আমির হোসেন, মো. রাসেল, মো. ওয়াহিদ ও মো. মানিক সিরাজ।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (৪ অক্টোবর) রাতে পল্লবী থানার সেকশন-১১, লালমাটিয়া এলাকায় পাবলিক টয়লেটের সামনে কিছু লোক দেশীয় চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে, এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৪ লিটার চোলাই মদ, দুটি মোবাইল ফোন ও নগদ ৪৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা এসব চোলাই মদ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে পল্লবী থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।