কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে বেশি দামে ডিম বিক্রির অপরাধে পোল্ট্রির দুই ফার্মকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সেলিনা আক্তার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সবুর বিশ্বাসসহ জেলা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির দায়ে অমি পোল্ট্রি ফার্মকে সাত হাজার ও সাইফুল পোল্ট্রি ফার্মকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য পোল্ট্রি ফার্ম মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এসআরএস