ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, কর্মকর্তাদের মারধর 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, কর্মকর্তাদের মারধর 

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় শ্রমিকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে কারাখানা ভাঙচুর করে কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় কারখানাটির এক কর্মকর্তা আহত হয়েছেন।

 

রোববার (৬ অক্টোবর) সকালে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত সকালে কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। প্রায় একঘণ্টা পর বহিরাগতদের হামলায় এক শ্রমিক আহতের খবর পায় শ্রমিকরা। পরে বিচারের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। এ ঘটনায় কর্মকর্তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে কর্মকর্তাকে মারধর করে। পরে কারখানা ভাঙচুর করে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকালে কয়েকটি দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকরা কারখানা ভাঙচুর করে। কয়েকদিন আগে শ্রমিক অসন্তোষের সময় শ্রমিকদের ওপর হামলার ইন্ধনের অভিযোগ তুলে এক কর্মকর্তাকে মারধর করে শ্রমিকরা।

তিনি বাংলানিউজকে বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ ৫টি পোশাক কারখানা শ্রম আইন ২০০৬ সালের  ১৩ (১) ধারায় অনিদিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছেন ৪টি কারখানা। কয়েকটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। সেসব কারখানায় সমস্যা সমাধানে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। সব মিলে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।