ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রলিচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রলিচালক নিহত

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুদ রানা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি ট্রলির চালক ছিলেন।  

বুধবার (৯ অক্টোবর) সকালে গোদাগাড়ী উপজেলার উদপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে।

সড়ক দুর্ঘটনায় নিহত মাসুদ রানার বাড়ি রাজশাহী মহানগরের হড়গ্রাম এলাকায়।

সড়ক দুর্ঘটনায় ওই ট্রলিতে থাকা আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন। তারা পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন। গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, বুধবার সকালে ইটবোঝাই ট্রলির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুই শ্রমিক। পরে পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ট্রলি সরিয়ে ওই রাস্তাটি আবারও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এসএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।