ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেললাইনে ঘুম ক্লান্ত শ্রমিকের, কাটা পড়লেন ট্রেনে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
রেললাইনে ঘুম ক্লান্ত শ্রমিকের, কাটা পড়লেন ট্রেনে 

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাহাত আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার আশারামপুর গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি রাহাত আলী দিনাজপুরের চিরিরবন্ধর থানার নওকৌড় এলাকার আইজার রহমানের ছেলে। তিনি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ ঠিকাদারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ এর খুঁটি সংস্থাপনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শহিদুল হক জানান, রায়পুরার আশারামপুর গেট বাজার এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ ঠিকাদারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ এর খুঁটি সংস্থাপনে শ্রমিকের কাজ করছিলেন রাহাত। পরে কাজের এক পর্যায়ে ক্লান্ত হয়ে বিশ্রাম করতে রেললাইনের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সোয়া ১১টার দিকে আশারামপুর গেট বাজার এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী জানান, বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদহ উদ্ধার করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।