ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন 

সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আদিল হোসেন (২৫) নামে এক যুবককে মাথায় আঘাত করে খুন করেছেন আব্দুল কাদির মিয়া (২৯) নামে তার সহোদর।

বুধবার (০৯ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে নিজ বাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

আদিল ওই গ্রামের মখলিছ মিয়ার ছেলে। এ ঘটনার পর থেকে আব্দুল কাদির পলাতক রয়েছেন বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারিক বিরোধের জেরে আব্দুল কাদির তার ছোট ভাই আদিল মিয়াকে পেছন থেকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আদিল। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই আদিল মিয়া নিহত হয়েছেন। খবর পেয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শিমুল শাহ নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কাদির পলাতক রয়েছেন। এ ঘটনায় আদিলের বড় ভাই তারেক মিয়া মামলা দায়ের বিষয়টি  প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।