ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্বিঘ্নে পূজা উদযাপন করা হয়েছে: না.গঞ্জের এসপি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
নির্বিঘ্নে পূজা উদযাপন করা হয়েছে: না.গঞ্জের এসপি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, এবার পূজায় বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পেরেছি।

এখানে কয়েকস্তরে নিরাপত্তা ছিল।

রোববার (১৩ অক্টোবর) শহরের কেন্দ্রীয় ঘাট এলাকায় নারায়ণগঞ্জ শহরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান পরিদর্শনকালে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমার পেছনে বেশ কয়েকটি বাহিনীর লোক আপনারা দেখছেন। সকল বাহিনী মিলে আমরা এখানে কাজ করেছি। ফলে এবার খুব নির্বিঘ্নে পূজা উদযাপন করা হয়েছে। কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।