ঢাকা, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাছ ধরাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় নারী আটক 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
মাছ ধরাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় নারী আটক 

মৌলভীবাজার: মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফখরুল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৪ অক্টোবর) এ ঘটনায় সুমনা (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছে।  

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রোববার বিকেলে সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ফখরুল মিয়া আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের আব্দুল বাছিত মিয়ার ছেলে। হতাহতের ঘটনার পর রোববার রাতে থানায় মামলার দায়ের করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ফখরুল মিয়া খালে মাছ ধরতে যান। এ সময় একই এলাকার গোলাপ মিয়ার সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় প্রতিপক্ষের লোকজন ফখরুল মিয়ার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন ফখরুল মিয়া। তাকে উদ্ধার করে  মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ