ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় বাবুর্চিকে গুলি করে হত্যা, ‘আঞ্চলিক দলের বিরোধ’ ধারণা পুলিশের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
দীঘিনালায় বাবুর্চিকে গুলি করে হত্যা, ‘আঞ্চলিক দলের বিরোধ’ ধারণা পুলিশের ফাইল ফটো

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের পোমাংপাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

 

সোমবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। স্বর্ণ কুমার ওই গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাকারিয়া জানান, মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। মরদেহটি পোমাংপাড়া রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়েছে।  

আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।