ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবা অতি জরুরি: গণশিক্ষা উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবা অতি জরুরি: গণশিক্ষা উপদেষ্টা

ঢাকা: দেশে মানসিক স্বাস্থ্য সেবা বিষয়টি অনেক জরুরি। কিন্তু চিকিৎসা অপ্রতুল।

সমাজের সবাইকে নিয়ে এ বিষয়ে সিম্পোজিয়াম করলে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বুধবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে শীর্ষক সাইন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের দেশে মেন্টাল হেলথ কেয়ার বিষয়টি অনেক বড়। কিন্তু চিকিৎসা অপ্রতুল। প্রাথমিক কেয়ার সঠিকভাবে নিতে পারলে মানুষ অনেক উপকৃত হয়। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি অতি জরুরি।

উপদেষ্টা বলেন, মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে জনগণকে সচেতন করা উচিত। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এ বিষয়ে সভা, সিম্পোজিয়াম করলে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টি গুরুত্ববহ হবে।

বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগ ও অ্যালামনাই অব মনোরোগবিদ্যা বিভাগ যৌথভাবে এ সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে। মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মহসিন আলী শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মো. শাহিনুল আলম, প্রফেসর ডাক্তার হিদায়েতুল ইসলাম, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল মুত্তালিব, প্রফেসর ডাক্তার মো. নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।

বাংলাদেশ সময় ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।