ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চার বিসিএস বাতিলে বিএনপির দাবি নিয়ে যা বললেন রিজওয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
চার বিসিএস বাতিলে বিএনপির দাবি নিয়ে যা বললেন রিজওয়ানা

ঢাকা: চারটি বিসিএস বাতিলে বিএনপির দাবি প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটি অনেক বড় দাবি। উপদেষ্টা পরিষদে না বসে, কথা না বলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

এর জন্য অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

আগের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ৪৩ তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলসহ ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানান। তার দল পুলিশের ৮০৩ সাব-ইন্সপেক্টর ও ৬৭ এএসপির নিয়োগ বাতিলেরও দাবি জানিয়েছে।
 
এ দাবির বিষয়ে সরকারের মনোভাব কী, জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, তারা যে দাবি জানিয়েছেন, তা তারা করতেই পারেন। তা অনেক বড় দাবি। উপদেষ্টা পরিষদে না বসে, কথা না বলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর জন্য অপেক্ষা করতে হবে।

উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো বা রদবদল প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, আজ উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। এর অর্থ এই নয় পরিধি বাড়বে না। পরিধি বাড়ানো বা রদবদল সবটাই নির্ভর করছে প্রধান উপদেষ্টা ইচ্ছার ওপর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।