ঢাকা: আজ শনিবার (অক্টোবর ১৯) বিকেলে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ শুরু হবে।
এই দফায় গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আলোচনায় অংশ নেবে।
এ সংলাপেও এখন পর্যন্ত জাতীয় পার্টিকে ডাকা হয়নি।
গত ৫ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু হয়। এরপর একে একে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয়।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এমইউএম/এসএএইচ