ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে দুই বাসের চাপায় এক ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
গুলিস্তানে দুই বাসের চাপায় এক ব্যক্তি নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের ওপরে এই দুর্ঘটনা ঘটে।  

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাব্বির হোসেন ও সাইফুল ইসলাম জানান, রাতে ওই ব্যক্তি গুলিস্তান পাতাল মার্কেটের ওপর রাস্তা পার হচ্ছিলেন। এসময় দোয়েল পরিবহন ও একটি স্টাফ কোয়ার্টার বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় তিনি। ঘটনা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত নজরুল ইসলামের শ্যালক হেদায়েত জানান, তাদের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামে। নজরুলের বাবার নাম রুহুল আমিন। বর্তমানে সূত্রাপুর নারিন্দা ধোলাইখাল এলাকায় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকতেন তিনি। আরামবাগে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তিনি। রাতে কর্মস্থল থেকে কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গুলিস্তান থেকে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।