হবিগঞ্জ: পুলিশকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য সাধনের চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ধারী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম মাহফুজুর রহমান তানিম (২৭)।
অভিযোগ রয়েছে, তানিম নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে সাধারণ লোকজনকে হয়রানি করতেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ওই যুবককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে হাজতে রেখেছে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, নিরপরাধ এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি নিয়ে ওই যুবক মঙ্গলবার রাতে থানায় যান। এতে পুলিশের সন্দেহ হলে থানার গেট থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার বিকেলে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, তানিম পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করানোর চেষ্টা করেছেন। ওই ব্যক্তিকে গ্রেপ্তার না করলে আন্দোলনসহ থানায় আক্রমণেরও হুমকি দেন। পুলিশকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য সাধনের চেষ্টা ও শান্তি ভঙ্গ করার কারণে তানিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, তানিমকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। তাকে সন্ধ্যার মধ্যেই হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএএইচ