চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত বিএনপি কর্মী সুলতান হোসেন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ২৩ অক্টোবর নাটুদহে ইউনিয়নের বোয়ালমারী গ্রামের ফকিরপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এ হামলার ঘটনায় সোহরাব উদ্দীন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৩ অক্টোবর দামুড়হুদার নাটুদহের ডিসি ইকো পার্কের অদূরে বোয়ালমারী গ্রামের ফকিরপাড়া মোড় নামক স্থানে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় বিএনপি কর্মী সুলতান হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকেও দায়িত্বরত চিকিৎসক সুলতান হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় গত সোমবার (২৮ অক্টোবর) সুলতান হোসেনের ছেলে পলাশ উদ্দীন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। ওই মামলার ৩ নম্বর আসামি নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের গোচিয়ারপাড়ার সোহরাব উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, গতকাল বিকেলে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরএ