ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে মাহিন্দ্রা-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
ঝালকাঠিতে মাহিন্দ্রা-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ঝালকাঠি: পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় মাহিন্দ্রা (থ্রি হুইলার) ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

 

সোমবার (০৪ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলার রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, একটি যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রি হুইলার) বরিশাল থেকে রাজাপুরের দিকে যাওয়ার পথে পিংড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। নিহত দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।  

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।