ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালগাছের মালিকানা-কাটা নিয়ে দ্বন্দ্বে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
তালগাছের মালিকানা-কাটা নিয়ে দ্বন্দ্বে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নাটোর: নাটোরের সিংড়ায় জমিতে তালগাছের মালিকানা ও কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে চাচা মো. এরশাদ আলী প্রামাণিককে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে।

বুধবার (০৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চৌপুকুরিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী একই গ্রামের মৃত ছবি প্রামাণিকের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হুসেন বাংলানিউজকে জানান, বাড়ির পাশে একটি বিরোধপূর্ণ জমিতে তালগাছের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে এরশাদ প্রামাণিকের সঙ্গে তার ভাই মমতাজ আলীর বিরোধ ছিল। আজ সকাল ১০টার দিকে তার ভাই মমতাজ আলীর দুই ছেলে আহসান আলী (১৮) ও মো. মশাল (৪০) ওই তালগাছটি কাটতে যান। এসময় এরশাদ আলী বাধা দিতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই ভাতিজা উত্তেজিত হয়ে চাচা এরশাদ আলীকে কিল-ঘুষিসহ লাঠি দিয়ে আঘাত করেন। এতে এরশাদ আলী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যাকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত করার পর আসল ঘটনা জানা যাবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেননি।

পরিবারের লোকজন কোনো অভিযোগ করতেও চান না এবং ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ দাফন করতে চান। তবে বিষয়টি নিয়ে যেহেতু সন্দেহ সৃষ্টি হয়েছে, তাই মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর, ০৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।