ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে একটি অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় নিহতরা হলেন- পাবনার আতাইকুলা থানার বনগ্রাম এলাকার মোশাররফ মোল্লার ছেলে সাকিব মোল্লা (১৭) ও একই থানার পদ্মবিলা এলাকার আশিক হোসেন (১৬) এবং ফাহাদ হোসেন (১৭)। তবে আহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. মুস্তাসীন দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রূপপুর মর্ডান ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

পাকশী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে দাশুড়িয়া থেকে ছোট কাভার্ডভ্যান পাবনা অভিমুখে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে কাভার্ডভ্যানের সঙ্গে পরাপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে পাকা রাস্তায় মোটরসাইকেলে দুজন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পেছনে থাকা অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে রূপপুর মর্ডান ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা পৌঁছায়।  

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. মুস্তাসীন বাংলানিউজকে জানান, কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে দুজন আহত হয়েছে। আমরা নিহতদের পরিচয় শনাক্তের পর তাদের পরিবার ও স্বজনদের খবর দিয়েছি। তবে আহতদের পরিচয় মেলেনি। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা নথিভুক্ত হবে।

পাবনার আতাইকুলা থানা এলাকা থেকে দুই মোটরসাইকেলযোগে চারজন বন্ধু ঈশ্বরদী ঘুরতে আসছিল। পথে এই দুর্ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।