ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ট্রান্সফরমার চুরির সময় আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
বরিশালে ট্রান্সফরমার চুরির সময় আটক ৩

বরিশাল: বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার (৬ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার ভরসাকাঠি গ্রামের বাসিন্দারা তাদের আটক করে।

এ সময় চুরি করা ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জানান উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।

আটকরা হলেন-বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামের ফারুক হোসেন ভুটুর ছেলে ফজলে রাব্বি (২৪), বরিশাল নগরের কাউনিয়া বিসিক এলাকার বাসিন্দা মো. মুনসুর হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩১) ও  জানুকি সিংহ রোডের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার (২৮)।

স্থানীয়দের বরাতে উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম জানান, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের কেজিবি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তিনজনকে আটক করে। এ সময় একজন পালিয়ে যায়। পরে আটক তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছে।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের প্রশাসনিক কর্মকর্তা মো. নাইম রেজা শাওন চারজনকে আসামি করে মামলা করেছেন।

ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।