ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলার আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, সামিউল (৪) শালধর এলাকার মফিজ মিয়ার ছেলে এবং ওমর (৫) মজিদ মিয়ার ছেলে। মারা যাওয়া দুই শিশু সর্ম্পকে আপন চাচাতো ভাই।  

স্থানীয়রা জানান, সামিউল ও ওমরের কাছাকাছি বয়স হওয়ায় তারা এক সাথে খেলাধুলা করত। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে পুকুরপাড়ে দুইজনে খেলাধুলা করছিল। এরই মধ্যে কোনো এক সময় দুইজনেই পানিতে তলিয়ে যায়।  

এদিকে দীর্ঘসময় দুইজনকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন পুকুরে শিশু দুটির মরদেহ পায়।  

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। বিকেলে পাশাপাশি দুই ভাইকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।